এনজিও বিষয়ক ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (NGO Affairs Bureau NGOAB job circular 2026) প্রকাশিত হয়েছে। এনজিও বিষয়ক ব্যুরো এ চাকরির বিজ্ঞপ্তি ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে জারি করা হয় এবং ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়।
মোট ০৯ জনকে ০৪ ক্যাটাগরির পদে অস্থায়ী ভাবে নিয়োগ দিবে এনজিও বিষয়ক ব্যুরো (NGOAB)। যারা সরকারি চাকরির সন্ধান করছেন, তাদের জন্য এনজিওএবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ একটি দারুণ সুযোগ!
NGOAB job circular 2026 অনুযায়ী, আবেদন শুরু হবে ১৯ জানুয়ারি ২০২৬ সকাল ১০:০০ টা থেকে এবং শেষ হবে ০৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ৫:০০ টায়। যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষ প্রার্থীরা NGOAB Teletalk ওয়েবসাইট http://ngoab.teletalk.com.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
NGOAB Job Circular 2026
এনজিও বিষয়ক ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা NGO Affairs Bureau NGOAB job circular 2026 এর খালি পদের তথ্য ও গুরুত্বপুর্ন তারিখগুলো এক নজরে দেখে নেয়া যাক-
শূন্যপদের সংক্ষিপ্ত বিবরণঃ
- পদের ক্যাটাগরিঃ ০৪
- সর্বমোট পদ সংখ্যাঃ ০৯ জন।



0 Comments